গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল বৃদ্ধ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাদের আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদের আলী ওই গ্রামের প্রয়াত  কোব্বাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আজ শুক্রবার দুপুরে নাদের আলী নিজ ঘরে বিদ্যুতের কাজ করছিল। এ সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় নাদের আলী। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন