কাশ্মীর কখনোই ভারতের ছিলো না, স্বাধীনতা চাইলে দিতে হবে: আল্লামা কাসেমী

কাশ্মীর

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

‘৩৭০ ধারা তুলে দেয়ার পর কাশ্মীরে অমানসিক নির্যাতন চলছে। সাধারণ মুক্তিকামী মানুষকে চরম হয়রানি করা হচ্ছে। এমন আচরণ চরম অমানবিক’ উল্লেখ্য করে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, কাশ্মীর কখনোই ভারতরে অংশ ছিল না, এ অঞ্চলের মানুষ স্বাধীনতা চাইলে দিতে হবে।

শুক্রবার (৩০ আগস্ট) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরাম বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরাম বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত বিক্ষোভে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, খেলফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক প্রমুখ।

সভা থেকে কাশ্মীরে অতি দ্রুত নির্যাতন ও নিপীড়ন বন্ধের আহ্বান জানান নেতারা। কাশ্মীরের জনতা স্বাধীনতা চাইলে তাদেরকে সব ধরনের সহায়তার ঘোষণাও দেয়া হয় সমাবেশ থেকে। সভা শেষে নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে পল্টন থেকে মিছিল নিয়ে বিজয়নগরের দিকে যায় উপস্থিত জনতা। কাকরাইল মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়।

মোদির কুশপুত্তুলিকা দাহ করে বিক্ষুব্ধরা

এর আগে গত শুক্রবার (১৭ আগস্ট) বায়তুল মোকাররম উত্তর গেটে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ কলেছিল সংগঠনটি।

সেখানে বক্তারা বলেন, ‘কাশ্মীর-ভারত যুদ্ধে জড়ালে বাংলাদেশের জনগণ কাশ্মীরের পক্ষে থাকবে এবং তাদের সব ধরণের সহযোগিতা করবে। ১৯৭১ সালে যে কারণে ভারত বাংলাদেশের পক্ষ নিয়ে এ দেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিলেন। আমরাও সে কারণে কাশ্মীরের পক্ষ নিয়ে তাদের সহযোগিতা করতে চাই’ উল্লেখ্য করেন বক্তারা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা বাতিল করে ভারত। রাজ্য থেকে কেন্দ্রের শাসনে আনা হয়। তখন থেকেই অঞ্চলটিতে ব্যাপক নিপীড়নের অভিযোগ উঠে আসছে।

/এসএস

মন্তব্য করুন