শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

সাতক্ষীরার শ্যামনগ‌র উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে পা‌নি বহনকারী টমটমের মুখোমুখি সংঘর্ষে ছাদেক হোসেন এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আ‌রও একজন।

আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের খানপুর তেল পা‌ম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছাদেক কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে। আহত কালা‌ম উপজেলার নকিপুর গ্রামের রুখচান গাজীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, মোটরসাইকেলে করে ছাদেক কা‌লিগঞ্জ থেকে শ্যামনগরে যাওয়ার পথে খানপুর পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক‌টি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কালাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত যুবকের মরদেহ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে বলেও জানান ওসি নুরুল।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন