

পাবলিক ভয়েস : বিপিএলের ৩য় ম্যাচে সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান।
ওয়ার্নারদের ১২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে খাবি খায় ভিক্টোরিয়ান্সরা। একপাশে তামিম দাড়িয়ে থাকলেও অন্যপাশে উইকেট পড়তে থাকে। ৯৭ রানে তামিম আউট হলে হারের শঙ্কায় পড়ে তার দল।
২১ বলে ৩০ রানের প্রয়োজন পড়লেও সাইফুদ্দিনকে নিয়ে বাকিটা নিরাপদে পার করেন বুম বুম খ্যাত আফ্রিদি। তার ২৫ বলে ৩৯ বলে ভর করে ১বল হাতে থাকতে জয় নিশ্চিত করে কুমিল্লা। নেপালের স্বন্দিপ লামিচানে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট
এর আগে টস জিতে সিলেট করতে পাঠালে ৫৫ রান না তুলতেই ৫ উইকেট হারায় তারা। নিকোলাক পুরান আর অলক কাপালীর জুটিতে লড়াই করার পুঁজি পায় সিলেট। দলীর সর্বোচ্চ ৪১ রান আসে পুরানের ব্যাট থেকে। অলক কাপালী করেন ১৯ রান।মেহেদী হাসান, সাইফুদ্দিন আর শহিদ নেন ২ উইকেট করে।
সংক্ষিপ্ত স্কোর: সিলেট ১২৭/৮।পুরান ৪১,আফিফ ১৯,অলক ১৯। সাইফুদ্দিন ১৩/২,শহীদ ২২/২,মেহেদী ২৪/২।
কুমিল্লা: ১৩০/৬। আফ্রিদি ৩৯*,তামিম ৩৫। স্বন্দীপ ১৬/২,আল আমিন ২৭/২।