
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিদা (৫০) নামের এক ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শাহিদা। তিনি মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটে খুমেক হাসপাতালে এ ভর্তি হন। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু রোগে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন।
এ নিয়ে খুলনায় মোট ৬ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস
		
