ওয়াজেদের হার্টে দুটি ফুটো, বাঁচাতে দরকার ১০ লাখ টাকা

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
ওয়াজেদ আলী বয়স পাঁচ

পাবলিক বয়েস : ওয়াজেদ আলী বয়স পাঁচ, মা-বাবা ও সবার ভালোবাসায় হাসিখুশিভাবে বাঁচার কথা তার। কিন্তু বাস্তবতা অনেক নির্মম। হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে সে। তবে মাত্র ১০ লাখ টাকা হলেই নতুন জীবন ফিরে পেতে পারবে ওয়াজেদ।

ওয়াজেদের স্বজনরা জানান, জন্মের মাত্র দুই মাসের মাথায় তার হার্টে দুটি ফুটো ধরা পড়ে। বর্তমানে রোগটি মারাত্মক ধারণ করেছে। ওয়াজেদকে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পারলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোগটির কারণে তার বয়স বাড়লেও বাড়ছে না শারীরিক গঠন। হার্টে ফুটোর কারণে সে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না। এ কারণে তরল জাতীয় খাবারই তার একমাত্র ভরসা।

চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের একমাত্র চিকিৎসা সার্জারি, যা করানো যাবে ভারতে। এ জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। ইতিমধ্যে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জনের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা জোগাড় করতে সক্ষম হয়েছেন। কিন্তু ভারতে নিয়ে যেতে হলে আরও ১০ লাখ টাকা প্রয়োজন তার। চিকিৎসকরা যত দ্রুত সম্ভব ওয়াজেদের সার্জারি করার পরামর্শ দিয়েছেন। যত দেরি হবে ততই ওয়াজেদকে বাঁচানো কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন তারা।

এ জন্য সমাজের বিত্তবানসহ সবার কাছে ওয়াজেদকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে তাকে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন তার মা-বাবাসহ পরিবারের সবাই। সবাই আর্থিকভাবে সহযোগিতা করলে সুন্দর এই পৃথিবীতে আরো অনেক বছর হেসেখেলে বাঁচতে পারবে ওয়াজেদ। মেডিকেল বিজ্ঞানে ওয়াজেদের রোগকে বলা হয় অ্যান্ট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট ও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট।

ওয়াজেদ চট্টগ্রামের আনোয়ারার মিন্নত আলী হাটের গুণদ্বীপ গ্রামের মো. হাসান আলী ও শামীম আরা বেগমের ছেলে। ওয়াজেদের মা একটি স্কুলের খণ্ডকালীন শিক্ষক। আর বাবা সামান্য বেতনে চাকরি করেন। তাদের সামান্য আয় দিয়েই পরিবার চালাতে হিমশিম খেতে হয়। মাসিক আয় দিয়ে ওয়াজেদের প্রতিদিনের ওষুধের টাকা জোগাড় করতে দিশাহীন হয়ে পড়ছে তার মা-বাবা।

তাই ছেলেকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আবুল আহ্বান জানিয়েছেন ওয়াজেদের মা-বাবা। জীবন সম্পর্কে বোঝার বয়স হয়নি ছোট্ট ওয়াজেদের। কিন্তু এখনই জীবন তার কাছে বোঝা হয়ে উঠেছে। আমরা কি পারি না ফুলের মতো এই শিশুটিকে বাঁচাতে? আসুন তার জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিই।

ওয়াজেদকে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ নম্বর-০১৮৪৯৫৯৩২০০। শামীম আরা বেগম, অ্যাকাউন্ট নম্বর ২৭৯৯৩০৩, ইসলামীয়া ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আগ্রাবাদ ব্রাঞ্চ চট্টগ্রাম।

মন্তব্য করুন