দারুল উলুম হাটহাজারীর প্রবীণ উস্তাদ বাবা হুজুর অসুস্থ

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

দারুল উলুম হাটহাজারী মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা মুমতাজুল করীম বাবা হুজুর গুরুতর অসুস্থ। আজ সোমবার ২৬ আগস্ট অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সি.সি.ইউতে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বাবা হুজুরের সুস্থতার জন্য দেশবাসীর নিকট দুআর আবেদন করেছেন হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় আল্লামা বাবুনগরী মাওলানা মুমতাজুল করীম বাবা হুজুরের পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর নিকট দুআ কামনা করে বলেন,বাবা হুজুর হাজার হাজার আলেম ওলামার উস্তাদ।তাঁর সকল ছাত্র, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্খীদের নিকট সুস্থতার জন্য বিশেষ দুআর আবেদন।

উল্লেখ্য, মাওলানা মুমতাজুল করীম বাবা হুজুর দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছেন।

/এসএস

মন্তব্য করুন