মাথায় তাল পড়ে প্রাণ হারালেন শিক্ষক

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

চাঁদপুরের হাজীগঞ্জে মাথায় তাল পড়ে এক গৃহ শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৫ আগস্ট) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শাহাদাত হোসেন (৪৮)। সে  হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধব্যপুর (উ.) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব পাড়ার প্রয়াত কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দা জহিরুল আলম বলেন,গতকাল রোববার রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর বের থেকে হন। এ সময় তাল গাছের নিচে দিয়ে যাওয়ার সময় গাছ থেকে তার মাথায় একটি তাল পড়ে। তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে তার অবস্থার অবনতি হলে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা এহসানুল হক মিলন জানান, শাহাদাত হোসেন দীর্ঘ দিন থেকে তার গ্রামে বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি মোহাম্মদপুর গ্রামে শাহাদাত মাস্টার হিসেবে পরিচিত।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন