ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৬

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভরাডোবা এলাকায় এফএম পরিবহন একটি বাস ও ট্রাকের সংঘর্ষে শিশু ও ব্যবসায়ীসহ ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এফ এম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত থেকে আসা একটি ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয়জন আহত হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জে শাহজালাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন