বোরহানউদ্দিনে ১ম শ্রেণির শিশুকে যৌন নির্যাতনের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

ইকরামুল আলম ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রথম শ্রেণির এক শিশুকে যৌন নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রবিবার সকাল ১০টায় উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ভূঁইয়া বাড়ির দরজার প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৪ আগস্ট বিকালে প্রথম শ্রেণির ওই শিশু কোচিং সেন্টারে যাওয়ার পথে পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মিলঘর এলাকায় পৌঁছলে ওই এলাকার মুজাম্মেল হক নামের এক দোকানদার তাকে ডেকে দোকানে নিয়ে যায়। সেখানে দোকানদার আঙ্গুল দিয়ে শিশুটির গোপনাঙ্গ রক্তাক্ত করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। পরে ঘটনাটি তার মাকে জানায়।

এঘটনায় শিশুটির মা বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শিশু ও নারী নির্যাতন মামলায় প্রভাবশালীদের হস্তক্ষেপে অনেক ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যায়। এ জন্য দিন দিন নারী ও শিশু নির্যাতন বেড়েই চলছে। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওয়াতায় আনার দাবি জানান।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোহাইমিনুল ইসলাম জানান, এঘটনায় মামলার ২নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। তবে এক নং আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

/এসএস

মন্তব্য করুন