
পারভেজ হোসাইন, রামগঞ্জ, লক্ষ্মীপুর: রামগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। রামগঞ্জ থানার এস আই মুহাম্মদ মহসিন চৌধুরী, এএসআই আরিফুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম এর যৌথ অভিযানে শনিবার (২৪ আগস্ট) রামগঞ্জ থানার পৌর সোনাপুর এলাকা থেকে ইয়াবাসহ হাতেনাতে মুহাম্মদ নাজমুল আলম নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আসামী নাজমুল আলম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শ্রীকালিয়া (মোল্লা বাড়ি) মুহাম্মদ ইয়াকুব আলীর ছেলে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পৌর সোনাপুর চৌরাস্তায় একজন আরেকজের কাছে মাদক সরবরাহ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৭০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এদিকে অপর এক পুলিশি অভিযানে রামগঞ্জ উপজেলার বম্রপাড়ার মৃত মুহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি মুহাম্মদ পারভেজকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
/এসএস

