নড়াইলের হলদাহ গ্রামে ২৪৫টি পরিবারে বিদ্যুতের নতুন সংযোগ

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

শরিফুল ইসলাম, নড়াইল: দীর্ঘদিনের প্রতীক্ষার পর আলোকিত হলো নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের ২৪৫টি পরিবার। শুক্রবার থেকে ওই সকল পরিবার পেয়েছে বিদ্যুতের নতুন সংযোগ।

দুপুর ১২টার দিকে আলো জ্বালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান রুনু। উদ্বোধনী অনুষ্ঠানে নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির সভাপতিত্বে বক্তৃতা করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়ার পরিচালক অধ্যাপক আবু আবদুল্লাহ , যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়ার এজিএম মোঃ গোলাম রব্বানী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

এসময় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়ার এর কর্মকর্তাগণ, রাজনীতিবিদ, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এদিকে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি এই গ্রামের মানুষ। কলেজ ছাত্রী রুমানা জানান, আধুনিকতার এই যুগে রাতে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতে হতো। এখন থেকে বিদ্যুতের আলোয় পড়াশোনা করা যাবে।

গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, ‘ আমরা গ্রামবাসী ভীষণ খুশি। আমাদের চারপাশ জুড়ে ইছামতি বিল। গ্রামটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। আমাদের গ্রামের একমাত্র রাস্তাটি পাকা হচ্ছে। বিদ্যুৎ সংযোগ হলো। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিত গ্রামকে শহরে পরিণত করার যে উদ্যোগ তাতে আমরা খুশি। আমি মনি করি হলদা গ্রাম এখন থেকে শহরে পরিণত হলো।’

জানাগেছে, ৮১ লক্ষ টাকা ব্যয়ে এইগ্রামে সাড়ে চার কিলোমিটার এলাকায় জড়ে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

/এসএস

মন্তব্য করুন