কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

কক্সবাজার সদরের মরিচ্যা এলাকায় ৮ হাজার পিস ইয়াবাসব এক সিএনজিচালক কে  আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারে পাচারের সময় বিজিবির মরিচ্যা চেকপোস্টে এ ইয়াবাসহ ধরা পড়েছে অটোরিকশাটির চালক মো. মিজানুর রহমান (২০)।

মিজান টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেধা এলাকার মো. বাদশা মিয়ার ছেলে। পরিবহন শ্রমিক পেশার আড়ালে তিনি ইয়াবা কারবার করতেন বলে জানিয়েছে বিজিবি।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা থেকে কক্সবাজারগামী সিএনজি (কক্সবাজার-থ-১১-৫৮১৮) তল্লাশি করে চালকের সিটের নিচে লুকায়িত অবস্থায় ২৪ লাখ টাকা মূল্যের আট হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এসময় চালক মিজানুর রহমানকে আটক করা হয়।

তার কাছ থেকে পাওয়া ১১ হাজার টাকা মূল্যের দু’টি মোবাইল ফোন, বাংলাদেশি নগদ ৩ হাজার ১৭০ টাকা এবং ৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটিও জব্দ করা হয়। জব্দ মালামালসহ মিজানকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন