ভোলায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

ইকরামুল আলম, ভোলা: ভোলায় মাদক বিরোধী অভিযানে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন ভোলা পৌরসভা ৬নং ওয়ার্ডের ওয়েষ্টর্নপাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে তাকিব ও একই এলাকার গোপাল চন্দ্র সাহার ছেলে দেবাশীষ সাহা। বৃহষ্পতিবার বিকেল ৩টার দিকে এদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ডিবি পুলিশের এসআই শান্তনু দেবনাথের নেতৃত্বে একটি টিম বিকেলে ভোলা শহরের সদর রোড সংলগ্ন ওয়েষ্টার্নপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মো. তাকিব ও দেবাশীষ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে ১৫টি ইয়াবা পাওয়া যায়।

ভোলা ডিবি পুলিশের পরিদর্শক মো. শহিদুল ইসলাম আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএস

মন্তব্য করুন