প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনে হামলার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

পাবনায় প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনে হামলার মামলায় সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সাজাপ্রাপ্ত ৪৭ নেতৃবৃন্দের মধ্যে পাবনার ইশ্বরদির পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল হাকিম টেনুকে (৫৪) অসুস্থ অবস্থায় রাজশাহীর কারাগার থেকে মেডিকেল নেবার পর আজ দুপুর ১২টায় ইন্তেকাল করেন।

আব্দুল হাকিম টেনু আলোচিত এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।

আব্দুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর। আজ এক শোকবার্তায় মরহুমের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, ওই মামলায় পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী গত ৩ জুলাই ৯ জনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া আবদুল হাকিম টেনুসহ ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

মরহুম আব্দুল হাকিম টেনু ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩কন্যা সন্তান রেখে গেছেন।

/এসএস

মন্তব্য করুন