
চট্টগ্রামের পটিয়া পৌরসদরের বাসস্টেশন এলাকায় গাড়ির যাত্রী নামানোর সময় চাকায় পৃষ্ট হয়ে এক হেলপার নিহত হয়েছে। নিহত হেলপারের নাম মো. আজাদ (১৫)।
গতকাল বুধবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ড সবজারর পাড়ার সাইফুল ইসলাম টিপুর ছেলে।
জানা যায়, গতকাল বুধবার রাতে চট্টগ্রাম শহর থেকে একটি মিনিবাস যাত্রী নিয়ে পটিয়ার উদ্দেশে রওনা দেয়। বাসটি পটিয়া বাসস্টেশনে যাত্রী নামানোর সময় একই বাসের হেলপার এ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয়।
পটিয়া থানার এস আই বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে ট্রাকের চাপায় উপজেলার আমজুর হাট এলাকায় শ্যালক দুলা ভাই নিহত হওয়ার একদিন পর আবারও সড়কে ঝরল আরেকটি প্রাণ।
জিআরএস/পাবলিক ভয়েস

