
শেখ নাসির উদ্দিন, খুলনা: আ.লীগের মহাসমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে খুলনায় শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) মহানগর ও জেলা আ.লীগ সকাল ৯টায় এ শোক র্যালি বের করে।
এতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আ.লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, আ.লীগ নেতা অসিত বরণ বিশ্বাস, কামরুজ্জামান জামাল, খুলনা সদর থানা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
শোক র্যালিতে মহানগর, জেলা আ.লীগ ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আজ সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে নিহতদের স্মরণে শোক সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

