

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত সংলগ্ন কাজী জালালের আম বাগান থেকে আলমগীর (৩৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর একই উপজেলার হাঁসপুকুর গ্রামের বাশিরের মেয়ে জামাই।
স্থানীয়রা জানায়, আলমগীর কাজী জালালের আম বাগানের একটি পুকুর পাহারা দিতেন। তার বাড়ি বরেন্দ্র অঞ্চলে হলেও তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে খুন করে থাকতে পারেন বলে তাদের ধারণা।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান।ময়না-তদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস