শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন যুবক

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

নেত্রকোনা সদর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম বাবুল ফকির (৪৫)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাংলা স্টেশনের কাছে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ফকির পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৬টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি বাংলা স্টেশনের কাছে পৌঁছায়।

এ সময় রেললাইনের ওপর দিয়ে পারাপার হতে গিয়ে অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন বাবুল ফকির। তিনি বাংলা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন