

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামে এক নব দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দম্পতির মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- নীরব বিশ্বাস (২০) ও শ্রাবণী বিশ্বাস (১৮)। তারা আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাঘবদাইড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নীরব বিশ্বাসের সঙ্গে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে শ্রাবণী বিশ্বাসের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে ২২ দিন আগে তারা নিজেরা বিয়ে করেন।
তিনি জানান, ছেলের বাড়ি থেকে এ বিয়ে মেনে নেওয়া হয়। কিন্তু মেয়ের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়ের বাড়ি থেকে বিয়ে মেনে না নিয়ে উল্টো নানা রকম ঝামেলা সৃষ্টির কারণে এই দম্পতি আত্মহত্যা করেছে।
সাইফুল ইসলাম বলেন, পরিবারের খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ রাঘবদাইড় গ্রামে নীরব বিশ্বাসের বাড়ি শোয়ার ঘরের আড়ার সঙ্গে শাড়ি দিয়ে গলাই ফাঁস দেওয়া অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাল মর্গে পাঠানো হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস