
বিনামূল্যে ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছে কোরালখালী স্টুডেন্ট এসোসিয়েশন। কার্যক্রমে সহায়তা করেছে চকরিয়া ব্লাড ডোনারস সোসাইটি। কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়। সংগঠনটির সভাপতি মোঃ আব্দুল মান্নান পাবলিক ভয়েস টুয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল মান্নান বলেন, সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় চকরিয়া ব্লাড ডোনারস সোসাইটি প্রায় ৪০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করেছে। এ ধারা অব্যাহত থাকবে।
মান্নান আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত মানুষকে সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আমরা আরও ভালো কাজ করার যোগ্যতা রাখি।
সংগঠনের সাধারণ সম্পাদক মিজবাহ খলিল বলেন, সাধারণ মানুষদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নৈতিকতা থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি।
রক্তের গ্রুপ নির্ণয়কারী হামিদুর রহমান বলেন, আমি আমার রক্তের গ্রুপ জানতাম না। তাদের এ কর্মসূচীতে আমি আমার রক্তের গ্রুপ জানতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।

