
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৪০) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে সাতটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মিজানুর রহমান খুলনা জেলার রূপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের মৃত আখের আলীর ছেলে।
স্বজনরা জানান, গত ১৫ আগস্ট রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে ডেঙ্গুর পাশাপাশি তিনি স্ট্রোকের রোগীও ছিলেন। কর্তব্যরত চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে ৫জন মারা গেল।

