মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফিরোজা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় স্বামী আব্দুল কুদ্দুসকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (১৮ আগস্ট) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে গতকাল শনিবার (১৭ আগস্ট) দিনগত মধ্যরাতে উপজেলার সেজিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে আব্দুল কুদ্দুস ও তার স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে গতকাল শনিবার মধ্য রাতে ফিরোজাকে কুপিয়ে হত্যা করে কুদ্দুস। খবর পেয়ে পুলিশ আব্দুল কুদ্দুসকে আটক করেছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন