সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড: কামালের গণফোরাম

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯
জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যতম দল বিএনপি আগেই বলেছে সংসদে যাচ্ছেন না তাদের নির্বাচিতরা

পাবলিক ভয়েস : নির্বাচনের সামগ্রিক ফল প্রত্যাখ্যান করলেও জাতীয় ঐক্যফ্রন্টে ড: কামাল হোসেনের দল গণফোরাম সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির দুজন প্রার্থী গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনে জয়লাভ করেছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড: কামাল হোসেন বলেন, “সুলতান মনসুর ও মোকাব্বির খান- প্রকৃত অর্থে তারা নির্বাচিত হয়েছেন। তাদের শপথ নেয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।” সেই সভাতেই বিষয়টি আলোচনা হয় এবং দল থেকে সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে দলের নেতারা জানান।

কামাল হোসেন আরো বলেন, ” আমরা মনে করি সুলতান মনসুর ও মোকাব্বির খান প্রকৃত অর্থে তারা নির্বাচিত হয়েছেন। তারা বিরোধী দল হয়ে সংসদে থাকলেন। অনেক তথ্য জানতে পারবেন এবং তা বাইরে তুলে ধরতে পারবেন।” মিস্টার হোসেন বলেন যদিও বাকী নির্বাচনকে অবৈধ মনে করেন তারা কিন্তু এ দুজনের জয়লাভকে তারা বৈধ মনে করেন। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই জানিয়েছেন যে তাদের যে পাঁচজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা শপথ নেবেন না।

এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টে গণফোরামের প্রধান মিত্র বিএনপি’র ঘোষণার বিষয়ে কামাল হোসেন বলেন, “বিএনপি যদি তাদের কারণগুলো জানান তাহলে হয়তো আমরা দেখতে পারি। আমাদের দিক থেকে আমরা মনে করে আমাদের দুজন সংসদে গেলে সেটা আমরা ইতিবাচকভাবেই দেখবো।”

মন্তব্য করুন