যমুনায় ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ ২ ভাই

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

যমুনা নদীতে ভেসে যাওয়া ফুটবল তুলতে গিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ওমর আলী (১৫) ও জাহিদ হাসান (১২) নামে আপন দুই ভাই পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সারিয়াকান্দি থানার উপ পরিদর্শক সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুই ভাই বগুড়া শহরের আটাপাড়া এলাকার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে। তারা দুই জনই বগুড়া উপশহরের শাহিন স্কুলের ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, উপশহরে অবস্থিত শাহিন স্কুল অ্যান্ড কলেজের ১০-১২ জন ছাত্র সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর তীরে বেড়াতে যায়। পরে দুপুরের দিকে উপজেলার কালিতলা ঘাট থেকে নৌকাযোগে পাকুরিয়া চরে যায় তারা। বন্যার পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা চরে ফুটবল খেলতে নামে সবাই। খেলার এক পর্যায়ে ফুটবল যমুনার পানিতে পরে ভেসে যায়। তীব্র স্রোতে ভেসে যাওয়া ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ হয় দুই ভাই।

এসআই সুব্রত জানান, দুই ভাই নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পাশাপাশি রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার অভিযান শুরু করে। তারা ভাটির দিকে দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান না পেয়ে রাত ৮টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন