আনোয়ারায় ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

চট্টগ্রামের আনোয়ারায় র‌্যাবের বিশেষ অভিযানে ১৯ হাজার ৪শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার চাতরী চৌমহনী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামের মো. সিরা মমতাজের ছেলে মো. রেজোয়ান (১৮) ও বান্দরবান জেলার লামা উপজেলার ইরামছা গ্রামের মো. আলমের ছেলে মো. নুরুল বাসেদ (৩২)।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর এএসপি মাশফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি বিশেষ টিম টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসার সময় আনোয়ারার চাতরী চৌমহনী বাজারে অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের ১৯ হাজার ৪শ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন