
আবুল হাসেম, মাটিরাঙ্গা, (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়স্থ রামশিড়ায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবু তাহের সর্দার (৭৮) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হ্রদরোগে আক্রান্ত হয়ে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃস্বাষ ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিকে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
এর আগে জাতীয় পতাকায় আচ্ছাদিত বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবু তাহের সর্দারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম প্রদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও মাটিরাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর মো.শাহাজাহান এবং পুলিশের একটি সুসজ্জিত দল।
একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এবং খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা মো. সালামতুল্লাহ, জেলা অর্থ বিষয়ক কমান্ডার,হাজী, মো.আব্দুল জলিল,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুনুর রশীদ, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.মনছুর আলীকে সাথে নিয়ে মরুহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মাটিরাঙ্গা জেলা সাংগঠনিক কমান্ডার,সৈয়দ আহাম্মেদ চৌধুরী, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জহির উদ্দিন ফিরোজ, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ মো.তছলীম উদ্দিন রুবেল, মাটিরাঙ্গা উপজেলা সাবেক পৌর কমান্ডার মো. আবুল হাসেম, ৮নং আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল গনি, আমতলী ইউপির ২নং ওয়ার্ডের সদস্য মো.ইউনুছ মিয়া এবং বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

