
ভোলা প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিনে গরু বহনকারী ট্রাক চাপায় মো. মিজান (১৮) ও শাহাদাত (২৪) নামের দুই মটোরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাওরীর হাট সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান বোরাহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবেদ আলীর ছেলে ও শাহাদাত একই এলাকার আবু তাহেরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিজান তার মামাতো ভাই শাহাদাত ও বোন নাজমাকে নিয়ে মটোরসাইকেল যোগে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এসময় ডাওরীর হাট সংলগ্ন এলাকায় গরু বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজান ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত নাজমা বেগম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
/এসএস

