চুয়াডাঙ্গায় দেয়াল চাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

চুয়াডাঙ্গায় দেয়াল চাপা পড়ে নাঈম নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার জীবননগরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম জীবননগর উপজেলার নওদা পাড়ার মহিউদ্দীনের ছেলে ও বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায় নাঈম তাদের প্রতিবেশীর বাড়ির গেটে সামনে দাড়িয়ে খেলা করছিল। এসময় হঠাৎ বাড়ির গেটের দেয়াল ধসে পড়ে নাঈমের শরীরের উপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন