১৩ বছর পর নাঙ্গলকোট বিএনপির আহ্বায়ক কমিটি

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

স্টাফ রিপোর্টার: ১৩ বছর গত ২৫ জুলাই কেন্দ্র থেকে এই কমিটি অনুমোদন দেয়া হয়। ৬৫ সদস্যের কমিটির আহ্বায়ক হচ্ছেন নজির আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।

যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৯ জনকে। তারা হলেন- হামিদুল হক ভূঁইয়া, সলিসিটর একরামুল হক মজুমদার, মিজানুর রহমান মজুমদার, মফিজুর রহমান ডিলার, ছোয়াব মিয়া, নাসির উদ্দিন ভূঁইয়া, হুমায়ুন কবির দুলাল, লোকমান হোসেন ও জহিরুল কাইয়ুম।

৫৪ জনকে করা হয়েছে সদস্য। তারা হলেন- নরুল আফসার নয়ন, মেজর অব. আবদুল মতিন, কাজী শাহ আলম, গোলাম রসুল, আলী আক্কাস, জালাল উদ্দিন দুলাল, মাজহারুল ইসলাম ছফু, কলিমুল্লাহ, মিয়া মোঃ ইদ্রিস, রাশেদুন্নবী রাশেদ, শহিদ উল্লাহ কাসেম, এডভোকেট শাহাদৎ হোসেন দুলাল, মোস্তাক মাহমুদ কিশোর, এডভোকেট আবুল বাশার, অধ্যাপক জালাল আহমেদ, অধ্যাপক এনায়েত উল্লাহ, ডা. শাহাজাহান, আবু সুফিয়ান লিটন, আলাউদ্দিন কিরণ, গোলাম হোসেন গোলাপ, সহিদুল ইসলাম সহিদ, আবুল কালাম মেম্বার,  এনায়েত উল্লাহ মেম্বার, আবু ইউফুফ কোম্পানি, আবদুল কাদের, সিরাজুল ইসলাম, আবুল কালাম, সালেক মজুমদার, রফিকুল ইসলাম মিঠু, মোজাম্মেল হক, জসিম উদ্দিন, মনির হোসেন বাবলু, কবির ভেন্ডার, সৈয়দ আহমেদ ভেন্ডার, হায়াতুন্নবী, দেলোয়ার হোসেন দেলু, ইসহাক হাজারী, মাস্টার মমতাজুল করিম, এহতেশামুল হক খোকন, শফিউল বশর, বাবুল চৌধুরী, দোলোয়ার হোসেন মাস্টার, আবুল কালাম খান আজাদ, আবুল কালাম আজাদ, ইলিয়াস ভূঁইয়া, মোঃ শাহজাহান, আবদুল মন্নান, মোঃ তৈয়ব মেম্বার, আবু বকর মাস্টার, মন্জুরুল আলম, আবু সায়েম আজাদ, সায়েম মাহমুদ শিপু, আবুল কাসেম ও মশিউর রহমান মশু।

আহ্বায়ক এই কমিটিতে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া অনুসারী ৫০ জন এবং সাবেক থানা বিএনপির আহ্বায়ক মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী ১৫ জন বলে জানা গেছে। যদিও মোবাশ্বের আলম ভূঁইয়া ইতোমধ্যে রাজনীতি থেকে সেচ্ছায় অবসর নিয়েছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন