ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ইয়াছিনকে তার তিন সহযোগীসহ আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের আবাসিক হোটেল গ্রান্ড আজহার থেকে এদের আটক করা হয়। ভোলা সদর মডেল থানা সূত্র আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে।

এ সময় তাদের কাছ থেকে দুইটি ধাড়ালো বড় বগি দাঁসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়ছে। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার মুরাদ নগর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (২৮) ও একই এলাকার তার সহযোগী মো. পারভেজ (২৫), মো. রুবেল মিয়া (৩০) ও সুমন (২৪)।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ভোলার শহরের প্রায় ২৪টি হোটেল এক যোগে অভিযান চালানো হয়। এসময় মহাজন পট্টি আবাসিক হোটেল গ্রান্ড আজাহার থেকে আন্তঃজেলা ঢাকাত দলের প্রধান ইয়াছিন ও তার তিন সহযোগীকে আটক করা হয়। এ সময় এদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ডাকাতির মামলা দায়েরে প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আন্ত চুরির মামলার ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

/এসএস

মন্তব্য করুন