খুলনায় শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফলে যৌথ সভা

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আগামী ৯ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নুর মসজিদ কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার এক জরুরী সভা আজ বুধবার বিকাল ৫টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওঃ মোজাফ্ফার হুসাইনের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মুহাঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, জেলা সহ-সভাপতি মাওঃ রেজাউল করিম, জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, নগর জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ আসাদুল্লাহ হামিদি, নগর  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার আব্দুর রশীদ, জেলা প্রচার সম্পাদক মাওঃ হারুন অর রশিদ, মোঃ শরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, মোঃ হুমায়ন কবির, মুফতী ইসহাক ফরীদি, মাওলানা হাফিজুর রহমান, মাওঃ আব্দুল্লাহ আল মাহমুদ ফয়সাল, ডাঃ মাওঃ নাসির উদ্দিন, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ মাওলানা ইমরান হুসাইন, মুফতী মাহবুবুর রহমান, ছাত্র নেতা মুহাঃ সাইফুল ইসলাম, এসকে নাজমুল হোসেন, মুহাঃ আব্দুল্লাহ আল নোমান, আব্দুস ছালাম জায়েফ, মুহাঃ নাজমুস সাকিব প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় শুক্রবারের বিক্ষোভ মিছিল সফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্তব্য করুন