
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দিক দিয়ে অন্য একটি ট্রাকের ধাক্কায় ইদ্রিস মিয়া (৩৩) নামের চালক নিহত হয়েছেন।
আজ সোমবার (৫ আগস্ট) রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মিয়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার বাসিন্দা।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কাঠবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে ঢাকায় যাচ্ছিল। কুমিল্লার সুয়াগাজী এলাকায় এলে ট্রাকটি বিকল হয়ে পড়ে। পরে হেলপার ট্রাক মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে বিকল ট্রাকটির চালক ঘটনাস্থলে নিহত হন।
ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করেছে।
জিআরএস/পাবলিক ভয়েস

