আনোয়ারায় তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত এক তরুণীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার পশ্চিম বরুমচড়া বিলের একটি টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে পশ্চিম বরুমচড়া বিলের একটি টিলায় এক তরুণীর মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মাথাবিহীন লাশ তাই এখনো তার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের পরিচয় গোপন করতে অন্য কোথাও এই হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ এখানে ফেলে গেছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন