

ডেস্ক রিপোর্ট : রবি বোপারা করেছেন ইনিংস সর্বোচ্চ ৪৪ রান (ফাইল ছবি) চ্যাম্পিয়ন হিসেবে বিপিএলের ষষ্ঠ আসরে নেমেছে রংপুর রাইডার্স। দারুণ শুরুর প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। সেখানে বড় এক ধাক্কাই খেয়েছে মাশরাফি বিন মুর্তজারা। চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাত্র ৯৮ রানে গুটিয়ে গেছে তারা।
আজ শনিবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে ইনিংসের শেষ বলে নাজমুল ইসলামের রান আউটে ৯৮ রানে অলআউট হয় রংপুর। ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে রবি বোপারার ৪৪ রানের ইনিংসেই রংপুরের স্কোর অতদূর পর্যন্ত গিয়েছে। ইংলিশ এই ব্যাটসম্যান ৪৭ বলে ৩ চার ও ২ ছক্কায় সাজান তার ইনিংসটি। তার সঙ্গে কেবল সোহাগ গাজী যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। ১৭ বলে ২১ রানের কার্যকরী ইনিংস খেলেছেন এই স্পিনার।
রবি ফ্রাইলিঙ্কের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে রংপুর। ইংলিশ এই পেসার ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। চমৎকার বোলিং করেছেন নাঈম হাসানও, তরুণ স্পিনার ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ৩০ রানে আবু জায়েদের শিকার ২ উইকেট।
চিটাগংয়ের বোলারদের সামনে মাত্র ৩৫ রানে ৭ উইকেট হারিয়েছিল রংপুর। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই কঠিন সংগ্রাম করা রংপুরের ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ায়। মাঠে আসতে না আসতেই অ্যালেক্স হেলস (০), মোহাম্মদ মিঠুন (০) রাইলি রোসো (৭) ও মেহেদী মারুফকে (১) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন চিটাগং বোলাররা। বিনি হাওয়েল (৮) ও ফরহাদ রেজাও (৩) হেঁটেছেন একই পথে। দলের বিপর্যয়ের সময় ব্যাট হাতে কিছুই করতে পারেননি মাশরাফি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার মাঠে নেমে করেছেন তিনি ২ রান।সবুজ