খুলনা ডুমুরিয়া থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি মাছের ঘের থেকে সগির উদ্দিন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘোনামাদার ডাঙ্গার একটি বিলের মাছের ঘের থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সগির জেলার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব মিডিয়াকে জানান, ডুমুরিয়ার শেষ প্রান্তে আড়ংঘাটার কোল ঘেসে ঘোনামাদার ডাঙ্গার বিলের একটি ঘেরে স্থানীয়রা সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওই ব্যবসায়ীর শরীরে আঘাতের চিহ্ন আছে কি-না জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে কোনো  চিহ্ন পাইনি।

সগিরের আত্মীয় শামীম জানান, ডুমুরিয়ার ঘোনামাদার ডাঙ্গায় প্রায় আট বছর ধরে জমি লিজ নিয়ে মাছ চাষ করতেন সগির। ওই এলাকায় থাকতেন তিনি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ বা তার স্বজনরা জানাতে পারেনি।

মন্তব্য করুন