
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা সরকারি মহিলা কলেজের পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেল (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২ আগস্ট) রাত ১২ টা ২০ মিনিটে বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুকুর থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজি করে রাত ১১ টার দিকে পুকুর পারে একজোড়া জুতা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
সোহেল বয়রা মহিলা কলেজ মোড়ের মৃত শেখ লুৎফর রহমানের ছেলে। তিনি মহিলা কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন। তার এক বছর বয়সের একটি ছেলে আছে।

