মহেশখালীতে দুই টাকার জন্য যুবক খুন!

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৯

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাত্র দুই টাকার জন্য জাহাঙ্গীর আলম (২৬) নামে এক ক্রেতাকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে উপজেলার ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামে ঘটা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে আব্দুল গফুর নামে অভিযুক্ত এক মুদি দোকানীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত জাহাঙ্গীর ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামের আবদুল গফফারের ছেলে। এ দিকে হত্যায় অভিযুক্ত দোকানদার আব্দুল গফুর একই এলাকার নুরুন্নবীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত গফুর দীর্ঘদিন যাবত তার বাড়ীর পাশে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করছিলেন। গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীর সেই দোকান থেকে পান সিগারেট নিয়েছিলেন। এ সময় বিল দিতে গেলে দোকানদার গফুরের দাবি ১২ টাকা আর ক্রেতার দাবি ১০ টাকা নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

এতে ক্রেতা-বিক্রেতার মধ্যে মাত্র ২ টাকার জন্য সৃষ্ট বিরোধ মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার এক পর্যায়ে গফুর তার দোকানে থাকা একাটি কাচের গ্লাস জাহাঙ্গীরের পেটে মারলে মারাত্মকভাবে জখম হন তিনি। তখন উপস্থিত লোকজন আহত জাহাঙ্গীরকে দ্রুত উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

অপর দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘ঘটনায় জড়িত ঘাতককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন