চাঁপাইনবাবগঞ্জে ১২ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে ৫৩ বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।

আজ রাতে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুবুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শিবগঞ্জ সীমান্ত উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

এ সময় এক ব্যক্তির হাঁটা চলায় সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন