আল্লামা কাসেমীর উদ্বোধনে ছাত্র জমিয়তের সদস্য সংগ্রহ মাস শুরু

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯

দেশব্যাপী ছাত্র জমিয়তের কাজকে এগিয়ে নিতে হবে- আল্লামা নূর হোসাইন কাসেমী

জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের বাংলাদেশের সদস্য সংগ্রহ মাসের উদ্বোধন করেছেন আল্লামা নূর হোসাইন কাসেমী। আজ বিকালে ছাত্র জমিয়ত বাংলাদেশের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে ও মাইনুদ্দিন মানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।  তিনি বলেন, আমাদের আকাবিররা বাস্তবমুখী ছিলেন উনারা কথা কম বলতেন কাজ করতেন বেশি আমরা যদি কথা কম বলি কাজ করি বেশি তাহলে আমাদের সংগঠন আগে বাড়বে। সমস্যার সমাধান দিতে পারলে জাতি আগে বাড়ে সত্যিকারের কর্মমুখী হয়ে সিদ্ধান্ত নিলে সময় এবং জাতি গঠনে সময় ব্যয় করে অসহায় নিপীড়িত জনগোষ্ঠির পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামার সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী বলেন সংখ্যায় আমরা কম হলেও সাংগঠনিক কাঠামো মজবুত করতে পারলে জমিয়ত এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি নাজমুল হাসান কাসেমী বলেন জমিয়তের জন্য বাংলাদেশের কোন উর্বর জমি বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করা সম্ভব।

ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতি নাসির উদ্দিন খান বলেন এই আয়োজন তখনই সফল হবে যখন আমরা প্রত্যেক সদস্য ফরম হবেন করব এবং প্রত্যেক জেলা থানার এসআই ইউনিট এর সদস্য সংগ্রহ করবো।

এতে আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক আলহাজ্ব মুফতি ইমরানুল বারী সিরাজী,যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারন সম্পাদক মুফতি গোলাম মাওলা, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতি শরিফুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সহ সভাপতি লুৎফর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি চৌধুরী নাসির, ছাত্র জমিয়ত বাংলাদেশ সহসভাপতি আব্দুল ওহাব হামিদী। নেত্রকোনা জেলা প্রতিনিধি জামিল কাঞ্চনপুরী। বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকা মহানগরের সাবেক সভাপতি হাফেজ বোরহান উদ্দিন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমামা, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ, প্রকাশনা সম্পাদক ফুজায়েল আহমেদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মমাজাহারী, দপ্তর সম্পাদক কাউসার আহমেদ, মাদ্রাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য মোস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলাম।

মন্তব্য করুন