খুলনায় ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় ছেলের ইটের আঘাতে বাবা ওবায়দুর রহমান (৬৫) নিহত হয়েছেন। এছাড়া বাবার ধারালো দায়ের আঘাতে ছেলে নাহিদ (১৪) আহত হয়েছেন।

গতকাল বুধবার (৩১ জুলাই) রাতে খুলনা মহানগরীর খালিশপুর থানার রমজানের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওবায়দুর রহমান আজ (১ আগষ্ট) আজ বৃহস্পতিবার ভোরে বাড়িতে মারা যান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি নর্থ সোনালী সেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল বুধবার রাতে ওবায়দুর রহমানের সাথে তার ছেলে নাহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওবায়দুর রহমান দা দিয়ে নাহিদকে কোপায়। পরমুহূর্তে নাহিদ ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাহিদের মাথায় আটটি সেলাই দিতে হয়। চিকিৎসা শেষে দুজনই বুধবার রাতে বাড়ি ফিরে গেলে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় ওবায়দুর রহমানের।

মন্তব্য করুন