

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গোদাগাড়ী মেডিকেল মোড়ের কাছে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের বিদিরপুর গ্রামের মৃত সবুর খানের ছেলে সামাদ (৪০) ও একই গ্রামের আলম (৩৫)।
গোদাগাড়ী থানা পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক দ্রুত গতিতে রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিক থেকে দুজন মোটরসাইকেল আরোহী বাসায় ফিরছিলেন। এ সময় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংষর্ষ হলে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেলের দুই আরোহী।
ঘটনাস্থলেই মারা যান আলম নামের এক আরোহী। আহত অবস্থায় অপর আরোহী সামাদকে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান গোদাগাড়ী থানার এসআই আব্দুল মান্নান।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গির আলম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের লোকজন আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জিআরএস/পাবলিক ভয়েস