লালমনিরহাটে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া স্বপন ইসলাম পাটগ্রাম উপজেলার বাউরা নবীনঘর গ্রামের মোশারফের ছেলে ও রহমত আলী হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের পশ্চিম ঠাংঝাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।

বিজিবি জানায়, আজ বুধবার সকালে হাতীবান্ধা উপজেলার ঠাংঝাড়া সীমান্তের ৮০০/৩ এস সাব-পিলারের কাছ থেকে রহমত আলীকে ভারতের ১০৮ কুচলীবাড়ী বিএসএফের টহল দল ধাওয়া দিয়ে ধরে নিয়ে যায়। পাশাপাশি পাটগ্রাম উপজেলার বাউরা ডাংগাটারী সীমান্তের সানিয়াজান নদীতে মাছ ধরতে গেলে স্বপন ইসলামকে কুচলীবাড়ীর আরএকটি বিএসএফ দল ধরে নিয়ে যায়।

রংপুর ৫১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহিদুল আলম বলেন, দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পাশাপাশি এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন