
কুমিল্লায় চৌদ্দগ্রামে গরু বোঝাই ট্রাক উল্টে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা ছয়টি গরুও মারা গেছে।
আজ বুধবার (৩১ জুলাই) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন গরু ব্যবসায়ীরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ঝিনাইদহ থেকে গরু বোঝাই একটি ট্রাক চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এসে ট্রাকটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। ট্রাকের ওপরে থাকা তিন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ছয়টি গরুও মারা যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকসহ আহতদের উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস

