বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

ভারতীয় ট্রাক চালকদের বেনাপোল বন্দরে নানা হয়রানির প্রতিবাদে ভারতের পেট্রাপোল বন্দরের ট্রাক ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ হয়ে যায়।

ভারতীয় ট্রাক ড্রাইভার প্রদীপ বলেন, ‘পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল বন্দরে বিভিন্ন সংগঠনের কাছে নানাভাবে হয়রানি হতে হয়। বকশিসের নামে জোর করে টাকা আদায় করে। এ সব সমস্যা সমাধান না হলে কোনও পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে না।’

অন্যদিকে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন বলেন, ভারতের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন