বরিশাল মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত ২ রোগীর মৃত্যু

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেলে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে শিবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তরা হলেন- আসলাম খান (২৪) ও সোহেল (১৮)।

মৃতদের মধ্যে আসলাম খান বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে ও সোহেল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শেবাচিমের পরিচালক ডা. বাকির হোসেন জানান, আসলাম অসুস্থ অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হয় এবং রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

সোহেলও গতকাল সোমবার হাসপাতালে গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে ভর্তি হয়। সেও চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।

এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বর্তমানে ২৪ জন ভর্তি রয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন