
ডেস্ক প্রতিবেদক: কক্সবাজারে আগুনে পুড়ে কয়লায় পরিণত হওয়ার খবর পাওয়া গেছে মো. আলমগীর (১৩) নামে এক তরুণের।
কক্সবাজারের উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের বিস্কুট ফ্যাক্টরির চুল্লির আগুনে পুড়ে কয়লায় পরিণত হয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০.০০ টার দিকে ‘মামুন এন্ড তামান্না বিস্কুট ফ্যাক্টরি’তে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সূত্র থেকে জানা যায়, ফ্যাক্টরির কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় দোকানে। ক্রমশ আগুন বৃদ্ধি পেতে থাকলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, খবর পাওয়া মাত্র উক্ত স্থানে ছুটে আসে দমকল বাহিনীর একটি টিম। এবং আগুন নিয়ন্ত্রনে আনতে তাঁরা সক্ষম হয়। কিন্তু ততক্ষণে দোকানের বেশীর ভাগ অংশ জ্বলে-পুড়ে ছাই হয়ে যায়! আগুন থেকে বাঁচতে পারেনি ফ্যাক্টরীর কর্মচারী আলমগীরও।
স্থানীয়রা বলেন, বিস্কুট ফ্যাক্টরির কোন মালামাল বের করতে সক্ষম হয়নি তারা। সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে দোকানের মালিক বলেন, প্রায় দশ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে দোকানটির।