

৫৫ বছর পর প্রথমবার পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ টাই খেলবে ভারত৷ সেপ্টেম্বরে ইসলামাবাদে পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসিয়েনিয়া গ্রুপ-ওয়ানে ভারত-পাক টাইয়ের কথা আজ শনিবার নিশ্চিত করে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন৷ এআইটিএ সচিব হিরণময় চট্টোপাধ্যায় জানান,‘ডেভিস কাপ টাই খেলতে আমরা পাকিস্তানে যাব৷ এটা দ্বি-পাক্ষিক সিরিজ নয়, এটা আসলে টেনিসের বিশ্বকাপ৷ এর সঙ্গে আমরা সমঝোতা করতে পারব না৷’ খবর কলকাতা নিউজের।
খবরে জানানো হয়, ভারতীয় টেনিস দলের এই পাকিস্তান সফর দু’ দেশের ক্রীড়াক্ষেত্রে এক দিগন্ত খুলে দিতে পারে৷ কারণ ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ হিসেবে এই ডেভিস কাপ টাই-কে প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে৷ সম্প্রতি আন্তর্জাতিক স্পোর্টস কমিউনিটির চাপ সত্ত্বেও পাকিস্তানি শুটারদের ভারতে আসার ভিসা দেয়নি মোদী সরকার৷ তবে গত মাসে ভারত সরকার জানায়, পাকিস্তানি অ্যাথলিটদের ভারতে কোনও ইভেন্টে যোগদানের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না৷ ডেভিস কাপের অনুমিত মিললেও অদূর ভবিষ্যতে কি বাইশ গজে ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ দেখা যাবে৷
পাকিস্তানের মাটিতে ভারতীয় ডেভিস কাপে দল খেলার আগে ভেন্যু ও সিকিউরিটি ব্যবস্থা খতিয়ে দেখবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)৷ এ ব্যাপারে এআইটিএ সচিব বলেন, ‘চলতি মাসের ২২ তারিখ ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠিয়েছিল আইটিএফ৷ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ছাড়পত্র পাওয়ার পরই পাকিস্তান টেনিস ফেডারেশনকে সব কিছু ডিটেলস পাঠানো হবে বলেও জানান এআইটিএ সচিব৷
আইএ/পাবলিক ভয়েস