মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে রামগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

রামগঞ্জ প্রতিনিধি: মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে লক্ষীপুরের রামগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা’ সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামসুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দৌলতের রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল হান্নান সহ অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন।

এছাড়া মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে মা সমাবেশ করেছে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় গুজবে কান দিবো না- দেশের ক্ষতি করবো না” শপথ বাক্য পাঠ করানো হয়।

মন্তব্য করুন