কু‌ড়িগ্রামে বাসের ধাক্কায় নিহত ৪

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

কুড়িগ্রামে কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি এলাকায় ছুটির দিনে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় কাঁঠালবাড়ী কলেজের পাশে মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট জেলার বড়বাড়ী থেকে যাত্রীসহ ব্যাটারি চালিত অটোরিকশা কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী কুমিল্লা (জ ১১-০০১০) অর্পণ নামে মিনিবাসটি পেছন থেকে অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। এ ঘটনায় আহত পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে এসে আহতদের খোঁজ নেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন